অর্থ চুরি ঠেকাতে কাজ করবেন গভর্নর

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৬ সময়ঃ ১২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Fazle-Kabirরিজার্ভের অর্থ চুরি ঠেকাতে নিষ্ঠার সাথে কাজ করবেন নতুন গভর্নর।  সেই সাথে অর্থ চুরিতে যে ক্ষতি হয়েছে তা পূরণের এবং এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সর্বেোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছেন। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি প্রতিপালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।”

গভর্নর হিসেবে প্রথম মিশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “প্রথম মিশন তো আপনারা জানেন, এখন যে বিষয়টি রয়েছে.. সম্প্রতি যে বিষয়টি হয়েছে সেটি…। আপনারা দেখবেন, তদন্ত কমিটি হয়েছে, ধীরে ধীরে রিপোর্টে আসবে। ইতোমধ্যে যে বিপর্যয় হয়ে গেছে, সেজন্য কোনো ড্যামেজ রিপেয়ার করার দরকার আছে কি না… এর পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সবাই সচেষ্ট থাকবো।”

তবে অর্থ চুরির বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের কারো সঙ্গে কথা হয়নি বলে জানান নতুন গভর্নর।

প্রতিক্ষণ/এডি/কেএইচ

===

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G