অলঙ্কারে সাজানো ৪০০ বছরের কঙ্কাল!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
ইউরোপের একটি চার্চে ৪০০ বছরের প্রাচীন কঙ্কাল সোনার গহনা দিয়ে সাজানো রয়েছে । অপরূপ সৌন্দর্য্যে সজ্জিত ওই কঙ্কালেই শোভা পেয়েছে মরণের পরের সুন্দর। সম্প্রতি ওই চার্চে অবস্থিত এমন ১২টি কঙ্কালের ছবি ক্যামেরা বন্দি করেছেন চিত্রগ্রাহক পল কৌদৌনারিস।
যে চার্চ থেকে এই কঙ্কালগুলোর ছবি তোলা হয়েছে সেটি ভ্যাটিকানে অবস্থিত পৃথিবীর সবথেকে গোপনীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর একটি। ধারণা করা হয়, সেখানকার অন্যান্য চার্চগুলোতেও এরকম হাজারো কঙ্কাল রয়েছে যেগুলো আনুমানিক ১৬ শতকের দিকে জার্মানি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড থেকে উদ্ধার করে ভ্যাটিকানের গোপনীয় ক্যাথোলিক চার্চগুলোতে পাঠানো হয়েছে।
সমস্ত চার্চগুলো ওই সুপ্রাচীন কঙ্কালের শোভাকে আরও বেশি স্বর্ণাঙ্কিত করতে তাদেরকে সাজিয়ে রেখেছে সোনা, রূপা ও নানারকম জহরে। ওই স্বর্ণাঙ্কিত কঙ্কালগুলোর নামকরণ করা হয়েছে ‘সাধু’। ইংরেজীতে তাদের বলা হয় ‘Saint’। এই ‘সাধু’ কঙ্কালদের ছবি তুলে তা তথ্যচিত্র আকারে রেখেছেন চিত্রগ্রাহক পল। সূত্র: চব্বিশ ঘন্টা।
প্রতিক্ষণ/এডি/পাভেল