অসুস্থ নুসরাত ফারিয়া ঢাকায়

প্রথম প্রকাশঃ জুন ১১, ২০১৬ সময়ঃ ৪:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

nusrat-fariya-2

বান্দরবানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং করছিলেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। শুটিং চলাকালীন হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। নুসরাত নিম্ন রক্তচাপ ও পায়ের ব্যথায় ভুগছেন।

তাই গতকাল রাতে হেলিকপ্টারে করে বান্দরবান থেকে ঢাকায় ফিরেছেন তিনি। নায়িকা অসুস্থ হয়ে পড়ায় আপাতত ছবিটির শুটিং বন্ধ রাখা হয়েছে।

নুসরাত ফারিয়া বলেন, “গত পাঁচ দিন ধরে নিম্ন রক্তচাপ ছিল আমার। কেন এমন হলো বুঝতে পারছি না। পায়ের ব্যথাও  আছে। ‘বাদশা – দ্য ডন’ ছবির জন্য লন্ডনে শুটিং করার সময় পায়ে ব্যথা পেয়েছিলাম। সেটা এখনো আছে। চিকিৎসক দেখিয়েছি। এখন বাসায় বিশ্রাম নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ হয়েই আবার শুটিং শুরু করব।’

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে  নুসরাত ফারিয়ার বিপরীতে নায়ক হিসেবে আছেন আরিফিন শুভ।

এদিকে ‘বাদশা- দ্য ডন’ ছবির কাজ পুরোপুরি শেষ করেছেন নুসরাত ফারিয়া। ছবিটিতে তাঁর সঙ্গে রয়েছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবে।

এর আগে ‘আশিকী’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। ‘আশিকী’ ও ‘হিরো ৪২০’ ছবিতে অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলেন তিনি।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G