অস্টগ্রামে মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
অস্টগ্রাম প্রতিনিধি:
অকাল বন্যা, হাওরে মানবিক বিপর্যয় এত কিছুর পরেও হার মানেনি হাওরের অদম্য মেধাবী ছাত্র-ছাত্রীরা। এইসব হার না মানা অদম্য মেধাবীদের পাশে কিছু শিক্ষা সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে তরুণ অনলাইন এক্টিভিস্ট নবেন্দু নির্মল সাহা জয়।
সোমবার অস্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ মহৎ কাজের প্রতিক্রিয়া জানিয়ে জয় বলেন, “হাওরের অদম্য মেধাবী ছাত্রদের জন্য কিছু করতে পারাটা আমার কাছে বিরাট সৌভাগ্যের। বন্ধু রুবেল, সজীব(সেটু), জনি, বড়দি, ছোটদি; এরা পাশে দাঁড়ানোয় মোটামুটি একটা ভালো মূল্যমানের শিক্ষা সামগ্রী নিয়ে এই মেধাবীদের পাশে দাঁড়াতে পেরেছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এছাড়া সবসময় সাহস আর নৈতিকভাবে পাশে থাকায় কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ আরিফ কাকা, মাতৃতুল্য রিতা আন্টি এবং ফারজানা আন্টির প্রতিও অশেষ কৃতজ্ঞ।”
প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন অস্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মোজতাবা আরিফ খান।
প্রতিক্ষণ/এডি/শাআ