অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

প্রথম প্রকাশঃ অক্টোবর ১৭, ২০২২ সময়ঃ ২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫১ অপরাহ্ণ

একে বলে টি২০ ম্যাচে স্বাদ! শেষ ওভার অবদি জয়া-পরাজয় না হওয়ার মানেই তো টি২০ ম্যাচের স্বাদ। আজ ব্রিসবনে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট দুনিয়ার দুই পরাশক্তি ভারত আর অস্ট্রেলিয়ার টি২০ যুদ্ধ দেখেছে বিশ্ব ক্রিকেট ভক্তরা। শেষ ওভারে ৬ রানে জয় ‍তুলে ভারত বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অ্যারোন ফিঞ্চের দল। ভারতের ওপেনিং জুটি অনেকটা পথ পাড়ি দেয়। ৭৮ রানে পা রাখার পর ওপেনার অধিনায়ক রোহিত টিকে থাকলেও আরেক ওপেনার রাহুল ১৫ করে ফেরত গেলেন।  রোহিতের সঙ্গে সাবেক অধিনায়ক বিরাট কোহেলি যোগ দিয়ে ১৩ বলে ১৯ রানে আউট!

কিন্তু মিডল অর্ডারে সুরিয়াকুমারের ভারতকে অনেকটা পথ টেনে নেয়। এছাড়া ১৪ বলে ২০ রান করলেন হার্দিক পান্ডে আউট হলেন স্কোর ৪ উইকেটে ১২৭, ওভার শেষ ১৩.৪। সুরিয়াকুমারের সঙ্গে দিনেশ কার্তিক ছিলেন বলেই ভারত বড় স্কোর গড়তে পারেছিল। সুরিয়াকুমার যখন আউট হন তখন তিনি  ৩৩ বলে ৫০ রানে, দলের স্কোর ১৯.৪ ওভারে ১৮০/৬। শেষ অবদি ২০ ওভারে ১৮৬/৭।

১৮৭ রানের মিশনে জয়ের কাছেই ছিল স্বাগতিক অসি বাহিনী। কিন্তু তীরে এসে তরী ডুবিয়েছে শেষ দিকের ব্যাটাররা। ভারতের বোলিং তোপে পেরে উঠেনি। ৬৪ রানের ওপেনিং জুটির পরও হেরেছে অসিরা। ওপেনার মিশেল মার্শ ১৮ বলে ৩৫ আর অধিনায়ক অ্যারোন ফিঞ্চের মারকুটে ৫৪ বলে ৭৬ রানের পরও অসিরা হারতে পারে বিশ্বাস করা কঠিন ছিল। স্কোর ছিল ১৫৮/৩, ওভার তো শেষ হয়েছে ১৭টি। শেষ ১৮ বলে ২৯ রানও যোগ করা সম্ভব হয়নি স্বাগতিকদের পক্ষে।

স্ট্রিভেন স্মিথ ১২ বলে ১১, মার্কুস ৭ বলে ৭ আর টিমের ২ বলে ৫ রানে জয়ের দরজাতেই ছল অস্ট্রেলিয়া। শেষ দিকে ৬ বলে ১৪ রান হলে জয় পেত অসি বাহিনী। কিন্তু অলআউট হয়ে যায় স্বাগতিক দল।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G