অস্ট্রেলিয়ায় “মুসলমানীকরণ” নিয়ে দু’দলের সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
অষ্ট্রেলিয়ায় মুসলিমদের পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়া দু’দল বিক্ষোভকারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
‘রিক্লেইম অষ্ট্রেলিয়া’ আন্দোলনের অংশ হিসেবে অষ্ট্রেলিয়ায় কথিত মুসলমানীকরণ এর বিরোধিতা করে বিক্ষোভ করেছে কিছু উগ্রবাদী সংগঠন। বিক্ষোভকারীরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় মুসলমানদের প্রতি সহানুভূতিশীল বর্ণবাদবিরোধী পাল্টা একটি র্যালির অংশগ্রহণকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। অতিরিক্ত পুলিশ দিয়েও পরিস্থিতি শান্ত করতে না পারায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে পিপার স্প্রে ব্যবহার করেছে পুলিশ।
উল্লেখ্য, এ ধরনের প্রতিবাদ-হানাহানি অস্ট্রেলিয়ায় সচরাচর ঘটে না। বিক্ষোভে পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। পুলিশ ব্যারিকেড দিলে বিক্ষোভকারীরা সেটিও ভাঙতে উদ্যত হয়।
ভিক্টোরিয়া পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার স্টিফেন লিন সংবাদমাধ্যমকে জানান, দুপক্ষকেই তারা সমান দোষী মনে করেন। অনেকেই মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভে অংশ নেয়।
পুলিশের ডেপুটি প্রধান জেমস মরলিনোর মতে, মুখ ঢেকে বিক্ষোভে অংশ নেয়ার উদ্দেশ্য পরিষ্কার। তারা শান্তিপূর্ণভাবে নয়, বরং সহিংসতা ছড়ানোর জন্যই বিক্ষোভে অংশ নিয়েছিলো।
জানা গেছে, অষ্ট্রেলিয়ার বিভিন্ন শহরে রিক্লেইম অষ্ট্রেলিয়া আন্দোলনটি চলে আসছে। এ আন্দোলনে শরীক হয়েছে উগ্র জাতীয়তাবাদীরা। রিক্লেইম অষ্ট্রেলিয়া আন্দোলনের প্রায় ২০০ কর্মী পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়েছিলো। কিন্তু তাদের পাল্টা হিসেবে ‘নো রুম ফর রেসিজম গ্রুপ’ এর প্রায় তিন হাজার বর্ণবাদবিরোধী আন্দোলনকারী জড়ো হয়। বিক্ষোভের এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এতে অন্তত একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর