অ্যান্ড্রয়েড ফোনের সমস্যা ও সমাধান
প্রতিক্ষণ ডেস্ক
আজ আপনাদের জন্য পাঁচটি সমস্যার সমাধান তুলে ধরা হলো আমরা প্রায়ই যেগুলোর সম্মুখীন হয়ে থাকি। অ্যান্ড্রয়েড সকল ফোনের জন্য কার্যকর। আপনারা নিচের তথ্য টুকু পড়ুন এবং কাজে লাগানোর চেষ্টা করুন। আশাকরি সকলের কাজে আসবে। তো শুরু করা যাক।
১. অল্প সময়ে ব্যাটারি খালি হয়ে যাওয়াঃ অনেক সময় আমরা দেখি খুব দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যাচ্ছে এবং অনেক সময় হঠাৎ করেই এমনটি হতে দেখা যায়। এক্ষেত্রে আপনি ফোনে চালু থাকা ওয়াই ফাই, জিপিএস এবং অন্যান্য অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বন্ধ করে দিলে সমাধান হতে পারে। তাতেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আপনার ফোন একবার রিস্টার্ট দিয়ে নিন, আশা করা যায় সমাধান হয়ে যাবে।
২. পাওয়ার মেন্যু না আসাঃ অনেক সময় দেখা যায় পাওয়ার বাটন চেপে ধরার পরও পাওয়ার মেন্যু আসে না। এটা বেশ বিরক্তিকর হতে পারে আপনার জন্য। অনেক সময় দেখা যায় নিজে থেকেই এর সমাধান হয়ে যায়। কিন্তু একেবারেই যদি সমাধান না হয়, সেক্ষেত্রে আপনার ফোনের বিভিন্ন ডাটা ব্যাকআপ রেখে একবার ফ্যাক্টরি রিসেট দিয়ে দেখতে পারেন। সমাধান হয়ে যাবে।
৩. নিজে থেকেই ডিসপ্লে অন-অফ হওয়াঃ ধরুন আপনি ফোন স্লিপ মুডে রেখে দিলেন। হঠাৎ দেখলেন ফোনের স্ক্রিন কিছু সময় পরপর অন হচ্ছে এবং নিজে থেকেই অফ হচ্ছে। এটা বেশ বিরক্তিকর। অনেক সময় নেটওয়ার্কের কারনে এমনটি হতে পারে। আবার বিভিন্ন অ্যাপ্লিকেশনের কারনেও এমনটি হয়ে থাকতে পারে। যদি অনবরত এমনটি হতে থাকে, তাহলে ফোনটি একবার রিস্টার্ট দিলেই ঠিক হয়ে যাবে। তাতেও যদি কাজ না হয়, তাহলে ফোন রিসেট করলেই নিশ্চিত সমাধান পাবেন।
৪. নো রেসপন্সঃ এই সমস্যাটি প্রায়ই অনেকের হয়ে থাকে। ফোন লক করে রাখার পর আনলক করার জন্য পাওয়ার বাটন চাপলেও স্ক্রিন অন হয়না। কিছু ক্ষেত্রে শুধুমাত্র বাটনে থাকা লাইট জ্বলে উঠে। এই সমস্যা সমাধানের জন্য বেশ কিছুক্ষন পাওয়ার বাটন চেপে ধরে রাখুন। পাওয়ার মেন্যু আসলে ফোন রিস্টার্ট দিন। সমস্যা সমাধান হয়ে যাবে।
৫. স্বয়ংক্রিয় বানান কারেকশনঃ ধরুন আপনি কোন কিছু টাইপ করতে গেলেন। লিখলেন একটা কিন্তু চলে আসলো আরেকটা। এটা খুবই বিরক্তির কারন হতে পারে বিশেষ করে আপনি যদি দ্রুত কোন কিছু লিখে কাউকে পাঠাতে চান। এটা Auto Correction নামে পরিচিত। এই ফিচারটি বন্ধ করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরন করুন-
Settings > Language & input >Android Keyboard > Auto correction এবং এরপর Off সিলেক্ট করুন।
প্রতিক্ষণ/এডি/এআরকে