অ্যাপলকে কপি!
প্রতিক্ষণ ডেস্ক
অ্যাপলকে অনেক সময়ই কপির দায়ে অভিযুক্ত করা হয়। কিন্তু এমন অনেক ঘটনা আছে যে, যেখানে দেখা গেছে অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো অ্যাপলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঠিকই কপি করে চলেছে। অর্থাৎ তাদের পণ্যেগুলো অ্যাপলেরই পণ্যের অনুরুপ!
এর সবচেয়ে বড় উদাহারণ অ্যাপলের আইফোন। কেননা অ্যাপলের আইফোনের আদলে অন্য কোম্পানিও ফোন নিয়ে আসছে। জেনে নিন, অ্যাপল পণ্যের সেরকই কিছু বৈশিষ্ট্যের কথা, যেগুলো অন্যরা অনুকরণ করেছে।
সম্প্রতি বাজারে আসা হুয়াউয়ের একটি নতুন স্মার্টফোনে যুক্ত করা হয়েছে ফোর্স টাচ প্রযুক্তি। একই ধরনের ও একই নামের এই ফিচারটি এর আগেই যুক্ত করা হয়েছে অ্যাপল ওয়াচে।
হুয়াউয়ের ফোর্স টাচ ফিচারটি অ্যাপল ওয়াচের ফোর্স টাচ এবং নতুন আইফোন ৬এস-এর থ্রিডি টাচের মতোই।
২০১৩ সালে অ্যাপলের সোনালী রঙের আইফোন ৫এস এর উন্মোচন হওয়ার পরে বলা যায়- সোনালী রঙের স্মার্টফোন অ্যাপলের দেখাদেখি অন্যান্য কোম্পানিগুলো শুরু করে।
স্যামসাং যদিও অ্যাপলের আগেই সোনালী রঙের স্মার্টফোন বাজারে এনেছিল, তবে সোনালী রঙের স্মার্টফোন আসলে জনপ্রিয় হয়ে উঠে ২০১৩ সালে সোনালী আইফোন বাজারে আসার পরপরই। অ্যাপল তাদের সোনালী রঙের আইফোন ৫এস বাজারে উন্মুক্ত করার পরই, স্যামসাং তাদের সোনালী রঙের গ্যালাক্সি এস৪ স্মার্টফোনের প্রমোট শুরু করে, এইচটিসি বাজারে নিয়ে আসে সোনালী রঙের ওয়ান এম৭ মডেলের স্মার্টফোন এবং সেসময় এলজিও তাদের জি২ স্মার্টফোনের সোনালী রঙের ভারসন নিয়ে আসে।
স্যামসাংয়ের নতুন কিছু স্মার্টফোনের ব্যাক সাইড প্যানেল গ্লাস প্রযুক্তিতে এসেছে, যেটা অনেকটা অ্যাপলের আইফোন ৪ এবং আইফোন ৪এস এর মতোই।
অ্যাপলের নতুন যে আইফোন বর্তমানে বাজারে রয়েছে তা মেটাল কাঠামোর। তবে ২০১০-১০১১ সালের দিকে তাকালে দেখা যাবে, সে সময় অ্যাপলের আইফোনের ব্যাক সাইড গ্লাস প্রযুক্তির। সে সময় অ্যাপলের বাজারে আনা আইফোন ৪ এবং আইফোন ৪এস এর ব্যাকসাইড গ্রাস প্রযুক্তির ছিল। সাম্প্রতিক কালে স্যামসাংয়ের বাজারে আসা বেশ কিছু নতুন স্মার্টফোন যেমন গ্যালাক্সি এস৬, গ্যালাক্সি নোট ৫, গ্যালাক্সি এস৬ এজ স্মার্টফোনেও দেখা গেছে গ্লাস ব্যাক প্যানেল।
অ্যাপলের নতুন আইফোন ৬ এবং আইফোন ৬এস এর মতোই দেখতে বাজারে বর্তমানে বেশ কয়েকটি স্মার্টফোন রয়েছে।
উদাহরণস্বরুপ বলা যেতে পারে, লেনোভোর এস৯০ সিজলি স্মার্টফোন, যেটির ডিজাইন হুবহু আইফোন ৬ এর অনুরুপ।
ল্যাপটপের বাজারে লাইটওয়েট, ওয়েজড-শেপড, মেটাল ডিজাইন ল্যাপটপ জনপ্রিয় হয়ে উঠে ২০১০ সালে অ্যাপলের ম্যাকবুক এয়ার ল্যাপটপ বাজারে আসার পরপরই।
এইচপি, আসুসের মতো অন্যান্য ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ল্যাপটপেও লাইটওয়েট মেটাল ওয়েজড-শেপড সুবিধা যু্ক্ত করেছে অ্যাপলের ম্যাকবুক এয়ার-এর দেখাদেখি।
স্যামসাংযের গিয়ার ২ স্মার্টওয়াচে বৃত্তাকারভাবে থাকা অ্যাপ আইকন অ্যাপলওয়াচের মতোই।
স্মার্টওয়াচের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি গিয়ার ২ স্মার্টওয়াচ খুবই উন্নত। বাজারের অন্যান্য স্মার্টওয়াচের তুলনায় গ্যালাক্সি গিয়ার ২ স্মার্টওয়াচ অনেক কারণেই আকর্ষণীয় ও জনপ্রিয়। তবে একটি দিকে গ্যালাক্সি গিয়ার ২ সামান্য অনুরুপ অ্যাপল ওয়াচের। আর তা হচ্ছে অ্যাপ আইকনের ক্ষেত্রে।
ট্যাবলেট পিসির বাজারে ২০১০ সালে অ্যাপল আইপ্যাড বাজারে নিয়ে আসার পর, অন্যান্য প্রতিষ্ঠানগুলোও একই ধরানার পাতলা ট্যাবলেট পিসি বাজারজাত শুরু করে।
অ্যাপল ট্যাবলেট পিসি আবিস্কার করেনি। তবে এটা সত্যি যে ট্যাবলেট পিসির ডিজাইন পরিবর্তনের শুরুটা অ্যাপলের মাধ্যমেই হয়েছে। ওপরের ছবিতে দেখুন অ্যাপল তাদের ট্যাবলেট পিসি ‘আইপ্যাড’ বাজারে নিয়ে আসার আগে বাজারে ট্যাবলেট পিসির ডিজাইন কেমন ছিল এবং পরবর্তীতে অ্যাপলের দেখাদেখি কেমন হয়েছে।
প্রতিক্ষণ/এডি/এআরকে