অ্যাপলের বিদ্যুৎ চালিত গাড়ি বাজারে আসবে
আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
অ্যাপলের ইলেকট্রিক গাড়ি নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচিত ইন্টারনেট দুনিয়া। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামতে পারে অ্যাপলের এই বিদ্যুৎচালিত গাড়ি। বিভিন্ন গনমাধ্যম জানিয়েছে, বিদ্যুৎচালিত এ গাড়ি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে অ্যাপল।
তবে সেসময় অ্যাপল কার টেসলার তৈরি মডেল থ্রি’র সাথে প্রতিযোগিতা করবে তাতে কোন সন্দেহ নেই। টেসলা জানিয়েছে, মডেল থ্রি ২০১৭ সালে বাজারে ছাড়া হবে যার মূল্য পড়বে ৩৫,০০০ ডলার। আর এর গতি প্রতি ঘণ্টায় ২০০ মাইল বলে জানা গেছে। বিদ্যুৎ চালিত গাড়ির ক্ষেত্রে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বেশি গতি।
তবে এই সবকিছুর পরও অনেকেই ধারণা করছেন, অন্য অনেক প্রোটোটাইপের মতো অ্যাপল কারও প্রোটোটাইপের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। এটি বাণিজ্যিক ভিত্তিতে তৈরি নাও করা হতে পারে।
গত বছর এক সাক্ষাৎকারে অ্যাপলের সিইও টিম কুক বলেছিলেন, অ্যাপল অনেক ধরণের পণ্য নিয়েই কাজ করে যার সম্পর্কে বাইরের কেউ কোন ধারণা রাখে না। কিন্তু এর সবই বাজারে ছাড়া হয় না। আর বিশ্লেষকেরা এই কথাটিকেই যুক্তি হিসেবে দেখাচ্ছেন এই ক্ষেত্রে।
প্রতিক্ষণ/এডি/জয়