অ্যাপল পণ্য নিষিদ্ধ হল চীনের সরকারি প্রতিষ্ঠানে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৪:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৩ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

apple-chinese-government-barredচীনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ক্রয় তালিকা থেকে বাদ পড়েছে অ্যাপলসহ বেশ কিছু খ্যাতনামা প্রতিষ্ঠানের পণ্য। পশ্চিমা দেশগুলোর সাইবার নজরদারির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, এর ফলে সবচেয়ে বেশি লাভবান হবে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যেই দেশটির বেশ কিছু প্রতিষ্ঠান ক্রয় তালিকায় যুক্ত হয়েছে বলে জানায় এই সংবাদমাধ্যম।

অনেকেই মনে করছেন, সাইবার নজরদারি এড়ানোর পাশাপাশি অন্য কোন কারণ থাকতে পারে এই সিদ্ধান্তের নেপথ্যে। এর একটি হল দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নতি করার সুযোগ দেওয়া এবং বিদেশে তাদের কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ দেওয়া।

তবে এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিসেবে ধরা হচ্ছে সিসকোকে। কারণ ক্রয় তালিকায় ছিল সিসকোর ৬০টি পণ্য। ২০১২ সাল থেকেই এসকল পণ্য চীন সরকারকে সরবরাহ করে আসছিল প্রতিষ্ঠানটি। কিন্তু গত বছরের হিসেব অনুযায়ী, এই তালিকায় এখন সিসকোর কোন পন্যই নেই।

তালিকা থেকে বাদ পড়া অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইন্টেল, ম্যাকাফি এবং সাইট্রিক্স সিস্টেমস।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G