অ্যাপ ডেভেলপারদের জন্য ইয়াহুর নতুন অ্যাপ
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
নতুন একটি অ্যাপ নিয়ে এসেছে ইয়াহু মোবাইল অ্যাপ ডেভেলপারদের জন্য। ইয়াহু জানিয়েছে, ‘ইয়াহু মোবাইল ডেভেলপমেন্ট স্যুইট’ নামক এই অ্যাপ ব্যবহার করে ডেভেলপাররা অ্যাপ তৈরির পাশাপাশি অর্থ আয়েরও সুযোগ পাবেন।
এছাড়া অ্যাপে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ‘অ্যাডস ইন ডেভস ক্লথিং’ নামক আরও একটি সুযোগ চালু করার জন্যও কাজ করছে এই সার্চ জায়ান্ট। এখান থেকে মূলত ডেভেলপারদের অ্যাপ হোস্টিং এবং অ্যাপে বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ থাকবে।
সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এক সম্মেলনে ইয়াহু প্রধান নির্বাহী মারিসা মেয়ার জানান, “উদ্ভাবনের এই যুগে অ্যাপ তৈরির মাধ্যমে ডেভেলপারদের ইতিহাস বদলে দেওয়ার সুযোগ করে দিতে ইয়াহু এই প্রকল্প হাতে নিয়েছে।”
মারিসা মেয়ার ইয়াহুর দায়িত্ব গ্রহণের পর থেকেই পুরো ইয়াহুকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি। আর এক্ষেত্রে মোবাইল মার্কেটকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই অংশ হিসেবে ইয়াহু সম্প্রতি অধিগ্রহণ করেছে ফ্লারি অ্যানালিটিকস ও অ্যাপ মার্কেটিং নামের দুটি প্রতিষ্ঠানকে।
প্রতিক্ষণ/এডি/জয়