আইএসকে ধ্বংস করবেন আফগান প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।
সুইজারল্যান্ডের ড্যাফোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সফরকালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রতিজ্ঞার কথা জানান তিনি।
আশরাফ গনি বলেন, আইএস আফগানিস্তানের বিষয় নয়। আফগানিস্তানের নাগরিকরা আইএসের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। অস্বীকার করার উপায় নেই যে, আমরা ভীষণ ঝুঁকি নিয়ে আইএস বিরোধী কাজ করতে যাচ্ছি। আমি কূটনৈতিকভাবে চেষ্টা করে আঞ্চলিক ঐকমত্য সৃষ্টি করেছি।
তিনি আরো বলেন, আইএস ভুল মানুষের সঙ্গে লড়াইয়ে নেমেছে। যদি আগামী এপ্রিল মাসের মধ্যে আফগান সরকারের সঙ্গে আইএস শান্তি আলোচনায় না বসে তাহলে আইএসের ওপর হামলা আরো তীব্র হবে। পাকিস্তানের সঙ্গে আলোচনায় না বসলে তাদেরকেও আইএসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আইএসকে আফগানিস্তানের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের ভাষ্য মতে, আফগানিস্তান তালেবান ও পাকিস্তান তালেবানের সদস্যরা মিলে গত বছরের জানুয়ারি মাসে আফগানিস্তানে আইএসের শাখা গঠন করে।
প্রতিক্ষণ/এডি/এফটি