আইএসের ৫২ শিশু যোদ্ধা ‘নিহত’
আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছরের চলমান সংঘর্ষে সিরিয়াতে এই পর্যন্ত আইএসের (ইসলামিক স্টেট) ৫২ শিশু যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। পর্যবেক্ষক সংস্থাটির গত বুধবারের একটি প্রতিবেদনে এসব কথা বলেন। এদের সবার বয়স ১৬-এর নিচে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিমান হামলা, বিস্ফোরণ ও সংঘর্ষের কারণে তারা মৃত্যুবরণ করে।
সংস্থাটি বলেছে, সিরিয়ায় আইএসের দখল করা স্থানগুলোতে শিশু যোদ্ধাদের সামরিক ও ধর্মীয় প্রশিক্ষণ দেওয়া হয়। নিহত শিশুদের মধ্যে ৩১ জনই চলতি মাসে নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শিশু যোদ্ধাদের বন্দীহত্যা ও আত্মঘাতী হামলার কাজেও ব্যবহার করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু আইএস নয়, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াই করা কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটও যোদ্ধা হিসেবে শিশুদের ব্যবহার করছে।
প্রতিক্ষণ/এডি/সজল