আইএস ধ্বংসের প্রতিজ্ঞা ওলাঁদের
প্রতিক্ষণ ডেস্ক
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)-কে ধ্বংস করবে ফ্রান্স। গতরাতে ফ্রান্সের পার্লামেন্টের উভয়কক্ষের এক যৌথ অধিবেশনে দেয়া শুক্রবার সেদেশে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এক ভাষণে তিনি একথা বলেন। ওলাঁদ জানান, সিরিয়া এবং ইরাকে আইএসের বিরুদ্ধে সামরিক অভিযান আরো তীব্র করা হবে।
ফরাসি প্রেসিডেন্ট সোমবার ভার্সাই প্রাসাদের রাজকীয় কংগ্রেস রুমে ফরাসি আইন প্রণেতাদের সামনে বলেন, ফ্রান্স যুদ্ধরত অবস্থায় আছে। আইএসকে কেবল দমন করা নয় বরং ধ্বংস করার অঙ্গীকার করেন তিনি। তিনি জানান, রাষ্ট্রীয় জরুরি অবস্থা তিন মাস পর্যন্ত বাড়ানোর জন্য একটি বিল তিনি উপস্থাপন করবেন। দেশের নিরাপত্তা বাড়ানোর জন্য আরো দুই হাজার অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে।
ওলাঁদ আরও জানান, আইএস এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা করতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করবেন। তিনি সন্ত্রাসী এই সংগঠনটির বিরুদ্ধে শক্তিশালী ঐক্যবদ্ধ জোট গঠনের আহবান জানান। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ভিতরে এবং বাইরের সীমান্তে পদ্ধতিগত এবং সমন্বিত নিয়ন্ত্রণের বিষয়টি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। তিনি ফরাসি নিরাপত্তা বাহিনীর জন্য আরো অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেন। এছাড়া আইএসের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার জন্য বৃহস্পতিবার সিরিয়ায় শাল দ্য গল নামক বিমানবাহী জাহাজ পাঠানো হবে বলে জানান।
উল্লেখ্য, গত শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় ১৩১ জন নিহত হয়। এ ঘটনায় পরের দিন দায় স্বীকার করে আইএস। ভয়াবহ ওই ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ফলে প্যারিস হামলায় ফ্রান্সের প্রতিক্রিয়া নিয়ে ফরাসি সংসদে ভাষণ দেন ওলাঁদ।
প্রতিক্ষণ/এডি/এফটি