আইএস নিশ্চিহ্নে জর্ডানের বিমান হামলা
আন্তর্জাতিক ডেক্স, প্রতিক্ষণ ডটকম :
পাইলটকে হত্যার পর জঙ্গীগোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস) ওপর পাল্টা হামলা চালিয়েছে জর্ডান। দেশটির বিমানবাহিনী দাবি করছে গত তিনদিনে তাদের ৫৬টি জঙ্গী বিমান আইএস’র বিভিন্ন গোপনস্থানে হামলা চালিয়েছে।
জর্ডানের বিমানবাহিনীর প্রধান জেনারেল মনসুর আল-জোবার বলেন, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছি। গত তিন দিন ধরে আইএসের বিভিন্ন ঘাঁটি আক্রমণ করেছে আমাদের ৫৬টি জঙ্গি বিমান৷
এর ফলে দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই আইএসের প্রচুর সদস্য মারা গিয়েছে৷ যার ফলে দেশ জুড়ে ছড়িয়ে থাকা জঙ্গিদের প্রায় ২০ শতাংশ সদস্য মারা গিয়েছে বলে দাবি করছেন তিনি।
বন্দী বিনিময় চুক্তি ভঙ্গ করে গত ৩ ফেব্রুয়ারি জর্ডানি পাইলট মোয়াজ আল-কাসাসবেহকে জীবন্ত পুড়িয়ে হত্যার নৃশংস এক ভিডিও প্রকাশ করে আইএস। এরপর জর্ডান তাদের কাছে বন্দী থাকা দুই আইএস সদস্যকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে।
প্রতিক্ষণ/এডি/বাঁধন