আইএস সন্দেহে মালয়েশিয়ায় দুই বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়া পুলিশের বিশেষ শাখার সন্ত্রাসবিরোধী বিভাগ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে দুই বাংলাদেশিসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
গত ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সময়ে অভিযান চালিয়ে দেশটির রাজধানী কুয়ালালামপুর ও সাবাহ এলাকা থেকে ঐ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে এক নারীও আছেন। তাদের বয়স ২৭ থেকে ৩১ বছরের মধ্যে।
স্থানীয় সময় সোমবার গ্রেপ্তারের ঘোষণা দিয়ে মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তান শ্রী খালিদ আবু বকর বলেন, ড. মাহমুদ আহমদ ও ইসনিলন হ্যাপিলনের নেতৃত্বে ফিলিপাইনে সক্রিয় আছে আইএসের একটি শাখা। ঐ চারজন দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার সন্ত্রাসীদের জন্য মালয়েশিয়ার সাবাহকে একটি প্রস্থানপথ বানাতে চেয়েছিল। এই পথ ব্যবহার করে ফিলিপাইনের আইএস শাখায় যোগদান সহজ করতে চেয়েছিল তারা। কিন্তু পুলিশ সেই শাখাকে ধ্বংস করেছে।
মালয়েশিয়ার পুলিশ সূত্রে জানা যায়, চারজনের মধ্যে প্রথম ব্যক্তিকে ১৩ জানুয়ারি মালয়েশিয়ার সাবাহর কোতা কিনাবালু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঐ ব্যক্তি একজন ঘড়ি বিক্রেতা। তিনি ড. মাহমুদের নির্দেশে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের আইএসে নিয়োগের বিষয়টি দেখভাল করতেন।
গ্রেপ্তার দ্বিতীয়জন ২৭ বছর বয়সী মালয়েশিয়ার নারী। তাকেও ১৩ জানুয়ারি কোতা কিনাবালু থেকে গ্রেপ্তার করা হয়।
২৭ ও ২৮ ব্ছর বয়সী দুই বাংলাদেশিকে গত বৃহস্পতিবার কুয়ালালামপুর থেকে গ্রেপ্তার করা হয়। তারা বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশি আইএস জঙ্গিদের সঙ্গে জোটবদ্ধ হওয়ার অভিযোগ আছে।
প্রতিক্ষণ/এডি/শাআ