আইএস হামলায় লিবিয়ায় ১১ তেলক্ষেত্র বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
লিবিয়ার রাষ্ট্রীয় ন্যাশনাল অয়েল কর্পোরেশন ১১টি তেলক্ষেত্রে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
আইএস (ইসলামিক স্টেট) সংশ্লিষ্ট বিদ্রোহী সংগঠনের অব্যাহত হামলা ও হুমকির মুখে বুধবার কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
আলজাজিরা বৃহস্পতিবার এ খবর প্রচার করেছে।
খবরে বলা হয়, লিবিয়ার মধ্য উপকূলের কাছে দাহরা তেলক্ষেত্রে বন্দুকধারীদের হামলার কিছুক্ষণ পরই এ ঘোষণা দেয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। ন্যাশনাল অয়েলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে প্রতিষ্ঠান তার চুক্তি সম্পন্ন করতে পারবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। নিজস্ব দায়বদ্ধতা থেকেই আমরা এ পদক্ষেপ নিয়েছি।
এদিকে ত্রিপোলিভিত্তিক সরকারের তেলমন্ত্রী মাশাল্লাহ আল-জাওয়ি জানান, তেলক্ষেত্রে হামলার পর সরকারি বাহিনী বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিদ্রোহীদের ওপর সেনা অভিযান ছাড়ও বিমান হামলা চালানো হয়েছে।
আল-জাওয়ি বলেন, সির্তে শহরে বিদ্রোহীদের চালানো হামলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে অঞ্চলটিতে অবস্থানরত সব চাকরিজীবী, কর্মী ও বিদেশিদের সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
লিবিয়ার সির্তে ও দর্না শহরের বেশিরভাগ অঞ্চল আইএস সংশ্লিষ্ট একটি ইসলামপন্থী বিদ্রোহী সংগঠনের নিয়ন্ত্রণে রয়েছে। রাজনীতিকদের মধ্যে বিরোধিতার সুযোগে ওই অঞ্চলে তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিদ্রোহীরা বুধবার সির্তে থেকে দাহরায় এসে হামলা চালায়।
প্রতিক্ষণ /এডি/কেয়া