আইনজীবী তাজুলকে ছেড়ে দিয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে আটকের পর ছেড়ে দিয়েছে পল্টন থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার দিকে পুলিশ তাকে আটক করে রাত সাড়ে ১০ টার দিকে ছেড়ে দেয়।
তার সহকারী অ্যাডভোকেট শিশির মনির জানান,‘ ভুল বোঝাবুঝির অংশ হিসেবে তাকে আটক করেছিল পুলিশ। তবে এখন ছেড়ে দিয়েছে। এরপর আমরা চেম্বারে আসি।’
এদিকে আটকের কথা অস্বীকার করলেও ছেড়ে দেয়ার কথা স্বীকার করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম।
ওসি মোর্শেদ আলম জানান, আইনজীবী তাজুল ইসলামের চেম্বারের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়।
এদিকে তাজুল ইসলামের ভাই অ্যাডভোকেট তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার দিকে পল্টনের চেম্বার থেকে সাদা পোশাকে পুলিশ তাকে নিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।
জামায়াত নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় তাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে আসছিলেন তাজুল।
আটকের খবর জানার পর যোগাযোগ করা হলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব জোন) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘আমার কোনো টিম তাকে আটক করেনি।’
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এরকম কোনো তথ্য তার জানা নেই।
প্রতিক্ষণ /এডি/আরেফিন