সমস্যা সমাধানে রোবট আইনস্টাইন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৭ সময়ঃ ৮:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

04প্রযুক্তির দুনিয়ায় এবার দেখা যাবে বিশ্বখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইনকে। ছবির দৃশ্যের কোন চরিত্রে নয়, তিনি হাজির হচ্ছেন রোবট হয়ে। যুক্তরাষ্ট্রের রোবট নির্মাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স তৈরি করেছে আইনস্টাইন রোবট। এডুকেশনাল এই রোবট দেখতে হুবহু প্রয়াত বিজ্ঞানী আইনস্টাইনের মতোই।

07১৪.৫ ইঞ্চি আকৃতির ওয়াই-ফাই কানেক্টেড এই আইনস্টাইন রোবটে ‘মাইন্ড ক্লাউড’ নামক কৃত্রিম বৃদ্ধিমত্ত্বা ক্লাউড প্রযুক্তি ব্যবহার করে একে উত্তরদানে পারদর্শী করা হয়েছে। এতে রোবটটি অংক, বিজ্ঞান ও অন্যান্য জ্ঞান বিষয়ে যেকোন প্রশ্ন শোনা মাত্রই উত্তর বা সমাধান জানিয়ে দেবে অ্যান্ড্রয়েড বা অ্যাপলের ট্যাবলেটে। এমনকি আবহাওয়ার আপডেট জানাতেও সক্ষম রোবট আইনস্টাইন।

মানুষের মতো নরম ত্বক বিশিষ্ট এই জ্ঞানী রোবট চোখের চারপাশ নাড়িয়ে ব্যবহারকারীকে অনুসরণ করতে পারে। জ্ঞানের পাশাপাশি বিনোদনেও কম যাচ্ছে না, রোবট আইনস্টাইন। মানুষের প্রায় ৫০ ধরনের মুখের এক্সপ্রেশন প্রকাশ করতে পারে সে।

এবারের সিইএস ২০১৭ মেলায় হ্যানসন রোবটিক্স প্রদর্শন করেছে এই আইনস্টাইন রোবট। ধারণা করা হচ্ছে, রোবটটি মার্চে বাজারে আসলে এর দাম হতে পারে ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার টাকা।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G