আইন নিজস্ব গতিতে চলবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tofayel‘ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো প্রতিহিংসার শিকার হননি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। বরং প্রতিহিংসার শিকার হয়েছিলাম ’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বুধবার দুপুরে সচিবালয়ে সুইডেনের রাষ্ট্রদূত উয়ান ফ্রিসেলকের সাথে সৌজন্য সাক্ষাত করেন তোফায়েল আহমেদ।

এসময় তিনি বেগম জিয়াকে আইন মেনে চলার পরামর্শ দিয়ে বলেন,‘ তার আইন মেনে চলা উচিত। তিনি আদালতে উপস্থিত হননি। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার পরিস্থিতি মোকাবেলা করা উচিত।’

বেগম জিয়াকে গ্রেপ্তার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে।’

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজনৈতিক উদ্দেশ্য কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরাও মামলা ফেস করেছি। আমাকেও জেলে নেয়া হয়েছিল। ’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কোনো কিছুর তোয়াক্কা করেন না। তিনি ইজতেমার সময় হরতাল দেন। ছাত্রছাত্রীদের পরীক্ষায় সময়ও হরতাল দেন। ’

মন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার বিরুদ্ধে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটাই করা হবে।’

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না সম্পর্কে তিনি বলেন, ‘মান্নার নাম নিয়ে কথা বলা আমার কাছে বিব্রতকর লাগে। তিনি ডাকসু ভিপি ছিলেন। আমাদের দলের নেতা ছিলেন। তবে সবশেষে টেলিফোন সংলাপে যা বলা হয়েছে দেশ ও জাতি মান্নার কাছে তা প্রত্যাশা করে না। যারা এতো ভালো কথা বলেন বাস্তবে তারা কি করেন মানুষ তা জানলো।’

সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সম্পর্কে তিনি বলেন, ‘সুইডেন বাংলাদেশের ভালো বন্ধু। স্বাধীনতার পর থেকেই তারা বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা দিয়ে আসছে। তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। বিশেষ করে আইটি ও চামড়া খাতে তারা বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।’

সুইডেনের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ সরকারের উচ্চাভিলাসি পরিকল্পনা রয়েছে। তারা রূপকল্প ২০২১ বাস্তবায়ন করবে।

তিনি আশা করে বলেন, ‘ বাংলাদেশের জনগণ সন্ত্রাস পরিহার করবে।’

প্রতিক্ষণ /এডি/নাহার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G