আইপ্যাড ও আইফোন বানাবে রোবট

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ১২:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৪ অপরাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

retina-iPad-miniতাইওয়ান ভিত্তিক হন হাই কোম্পানী স্বয়ংক্রিয় পদ্ধতিতে আইপ্যাড ও আইফোন তৈরী করবে। এজন্য তারা রোবটকে কাজে ব্যবহার করবে।

আগামী তিন বছরের মধ্যে রোবট দিয়ে তাদের ইলেক্ট্রনিক্স পণ্য তৈরীর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন বলে আশা করেছেন কোম্পানির সিইও টেরি গৌ। খবর ভয়েস অব আমেরিকা।

তাইপের বাণিজ্যিক বাজার গবেষক জেমি ওয়াং বলেন, `রোবট পণ্য উৎপাদন প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন ঘটাবে। এমনকি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কোম্পানী অ্যাপেলও তাদের উৎপাদনে রোবট ব্যবহারের কথা ভাবছে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G