আইসক্রিমের কোনে স্কুপ তৈরীর রেকর্ড

প্রকাশঃ জানুয়ারি ১০, ২০১৭ সময়ঃ ৮:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৬ অপরাহ্ণ

ice-01আইসক্রিমের একটি কোনে মূলত একটি স্কুপ থাকলেও সেখানে ১২১টি স্কুপ সাজিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ইতালির নাগরিক দমিত্রি প্যানসেরিয়া। সম্প্রতি ইতালির গেলাটিমোতে অনুষ্ঠিত আইসক্রিম ফেস্টিভ্যালে অসাধ্য এই কাজটি সাধন করেন তিনি।

একটি স্কুপের সঙ্গে আরেকটি স্কুপের যেন মিল থাকে, স্কুপে পরিপূর্ণ কোন যেন ১০ সেকেন্ড পর্যন্ত একইভাবে থাকে প্রতিযোগিতার এইরকম বিভিন্ন নির্দেশনা মেনে একটি কোনের উপর ১২১টি স্কুপ তৈরী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন দমিত্রি প্যানসেরিয়া ।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G