আইসিটি এক্সপো উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

প্রকাশঃ জুন ১৫, ২০১৫ সময়ঃ ৪:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

abdul-hamidতথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে তথ্য প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫’ এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে  রাষ্ট্রপতি এ প্রদর্শনী উদ্বোধন করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিএসএস) যৌথভাবে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। প্রতিদিন এ মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘আমাদের ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ। নতুন নতুন প্রযুক্তি ও আবিষ্কারের সঙ্গে সম্পৃক্ত সবাইকে জানাই আমরা প্রাণঢালা অভিনন্দন।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সারা বিশ্বের কাছে বাংলাদেশ পিছিয়ে পড়া দেশ নয়, এগিয়ে যাওয়া দেশ হিসেবে পরিচিতি লাভ করছে। খুব বেশি দিন দূরের কথা নয়, আমরা ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াব।’

প্রদর্শনী চলাকালে ইনোভেশন প্রজেক্ট চ্যাম্পিয়নশিপ, ডিজিটাল ফটো কনটেস্ট, সেলফি কনটেস্ট, গেইমিং কনটেস্ট, সেলিব্রেটি শো, প্রোডাক্ট শো, স্পন্সর আওয়ার নামের নানান সেশন অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G