আইসিটি এক্সপো উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে রাষ্ট্রপতি এ প্রদর্শনী উদ্বোধন করেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিএসএস) যৌথভাবে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। প্রতিদিন এ মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘আমাদের ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ। নতুন নতুন প্রযুক্তি ও আবিষ্কারের সঙ্গে সম্পৃক্ত সবাইকে জানাই আমরা প্রাণঢালা অভিনন্দন।’
প্রদর্শনী চলাকালে ইনোভেশন প্রজেক্ট চ্যাম্পিয়নশিপ, ডিজিটাল ফটো কনটেস্ট, সেলফি কনটেস্ট, গেইমিং কনটেস্ট, সেলিব্রেটি শো, প্রোডাক্ট শো, স্পন্সর আওয়ার নামের নানান সেশন অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।