আইসিসির ফেসবুক পেইজে বাংলাদেশের ছাগল !

প্রকাশঃ অক্টোবর ১৩, ২০১৫ সময়ঃ ১১:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

icc chagolবাংলাদেশের একটি ছাগলকে ক্রিকেট ইতিহাসের সাক্ষী বানালো ক্রিকেটর প্রধান সংস্থা আইসিসি। আইসিসির ফেসবুক পেইজে তোলপাড় সৃষ্টি করেছে বাংলাদেশের এই ছাগলটি। ক্রিকেটার হওয়াই কি ছাগলটির লক্ষ্য!

আইসিসি যেন এমনটাই মনে করে তাদের ফেসবুক পেজে প্রকাশ করে একটি ছবি। ক্রিকেটের প্রতি ছাগলের আগ্রহ ও ভালবাসার চিত্র খোঁজা হয়েছে এখানে। আইসিসি প্রতিদিনের একটি সেরা ছবি পোষ্ট করে তাদের ফেসবুক পেইজে।

বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীদের চিত্র-বিচিত্র ও পাগলামির নানা গল্প ফুঁটে ওঠে এখানে। এর আগেও বাংলাদেশের বেশ কিছু বিরল ছবি পোষ্ট করা হয় এখানে।

তারই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশের একটি ক্রিকেট মাঠে শিশু কিশোরদের খেলার সময় মাঠে প্রবেশ করা একটি ছাগল ক্যামেরাবন্ধি হয় আইসিসি প্রতিনিধিদের। ছবিটি আইসিস তার ফেসবুক পেইজে আপ করে ক্যাপশন দেয় ” An unexpected point fielder”।

বাংলাদেশের সাদা বর্ণের এই ছাগলটিকে নিয়ে হাজারো মন্তব্য বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। ভাইরালের মত ইন্টারনেট ভূবনে ছড়িয়ে পড়ছে এই ছবিটি।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G