‘আওয়ামীলীগ শুধু রাজনৈতিক দল নয়,একটা অনুভূতি’

প্রকাশঃ অক্টোবর ২২, ২০১৬ সময়ঃ ৪:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০০ অপরাহ্ণ

pik-ashrafআওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, হাজারো শহীদের রক্ত, জাতির পিতার রক্ত , চার জাতীয় নেতার রক্ত, হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগের নাম। আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা একটা অনুভূতি।’

শনিবার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী দিনে এ কথা বলেন সৈয়দ আশরাফ। তিনি আরো বলেন, ‘আজ আমাদের দল যেকোনো সময় থেকে শক্তিশালী।’

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, ‘এখানে (মঞ্চ দেখিয়ে) আছেন শহীদের সন্তানেরা। আমাদের প্রধানমন্ত্রী পিতৃহারা। আমি একজন শহীদের সন্তান। এ আওয়ামী লীগ এ দেশটাকে স্বাধীন করেছে, বাংলা ভাষার জন্য আন্দোলন করেছে, গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রাম করেছে। গত দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এ আওয়ামী লীগ গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়। পৃথিবীতে অনেক দল আছে। কিন্তু যে আত্মত্যাগ তা পৃথিবীর কোনো দলের সঙ্গে তুলনা হয় না। এত ত্যাগ, এত বিপর্যয়ের মধ্যেও আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ রাজনৈতিক দল।’

সৈয়দ আশরাফ আরো বলেন, ‘আমি দুইবার দলের সাধারণ সম্পাদক ছিলাম। প্রধানমন্ত্রীর উপদেশে আমি দলকে পরিচালনা করেছি। আওয়ামী লীগের মধ্যে কোনো ভাঙন ধরে নাই। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি এবং আওয়ামী লীগে লাখ লাখ নেতাকর্মী পাঁচ বছর ধরে আমরা কাজ করছি। আজকে আমাদের দল যেকোনো সময় থেকে শক্তিশালী। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এ দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করেছে। তাজউদ্দিন সাহেবকে হত্যা করেছে। মনসুর আলী সাহেবকে হত্যা করেছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। তারপরও আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারেনি। কোনো দিনই পারবে না। জননেত্রী যত দিন আছেন, উনিই নেতৃত্ব দিবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘পৃথিবীতে আওয়ামী লীগের মতো এত আত্মত্যাগ কোন দল করেনি। আমরা সে রক্তের উত্তরাধিকারী।’ তিনি আরো বলেন, ‘আমাদের রক্ত খাঁটি। আমাদের রক্ত পরীক্ষিত। আওয়ামী লীগকে দল ভাবিনি। আওয়ামী লীগ একটা অনুভূতি। আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে স্তব্ধ করে দিতে পারে।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G