আকাশের তারা মিটি-মিটি করে কেন !

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ৮:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

star“আকাশের ঐ মিটি-মিটি তারার সাথে কইবো কথা” মিটি-মিটি তারা নিয়ে এমন অসংখ্য গান রয়েছে। আমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগে তারা কেন মিটি-মিটি জ্বলে! নাকি আদৌ এটা আমদের চোখের ভুল!
আসলে লক্ষ্য করলে দেখবেন, তারাদের থেকে এক ধরনের ছটা বের হয়। এবং ৬ টি বিভিন্ন দিক থেকে এদের তন্তুগুলো প্রসারিত। কিন্তু আসল কথা হলো , দূরবর্তী যেকোনো আলোক-রশ্মি থেকেই আমরা এরকম ছটা দেখে থাকি।

আসলে তারা থেকে বা কোন আলোক রশ্মি থেকেই এরকম ছটা বের হয় না।
আমাদের চোখের গঠনের দিকে তাকালে দেখতে পাব যে, আমাদের চোখটি গঠিত এক ধরণের কেলাসিত লেন্স দ্বারা এবং ছয়টি দিক থেকে বিভিন্ন তন্তু দ্বারা প্রসারিত। আর এই কেলাসিত লেন্সের গঠন মোটেও স্বচ্ছ নয়। তাই দূর থেকে যখন আমাদের চোখে এমন কোন আলোর বিন্দু এসে পড়ে তখন কেলাসিত লেন্সের অরিয় প্রতিফলনের ফলে আমরা এই ছয় বিন্দুর তারকা রুপ দেখি।

তার মানে তারারা তারার মত ছয় কোনাচে নয়। আর এই আলো যখন আমাদের বায়ুমণ্ডলের অসম মাধ্যম (বিভিন্ন মানের তাপ,ঘনত্ব, গ্যাসীয় স্তর) এর মধ্য দিয়ে আসে তখন তা আলোর প্রতিসরণের কারনে সোজা পথ থেকে দূরে সরে কখনো অভিসারী আবার কখনো প্রতিসারী আলোক বিন্দুতে পরিণত হয়।তার ফলে বারবার আলোর উজ্জ্বলতার রদবদল ঘটে। তাই দূর থেকে আমাদের কাছে মনে হয় তারারা যেন মিটিমিটি জ্বলছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G