আকাশ কেন দেখতে নীল?

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৬ সময়ঃ ১:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

blue_sky_green

আমরা আকাশটাকে দেখি নীল। কিন্ত কেন আকাশ নীল হলো? এ প্রশ্ন অনেকেরই। আরো তো অনেক রং আছে, আসমানী, কমলা লাল, এর কোনটাইতো হলো না। হলো নীল। কিন্তু কেন হলো?

স্বচ্ছ আকাশের দিকে তাকিয়ে যে নীল রং দেখি তার কিন্তু একটা রহস্য আছে। আমাদের পৃথিবীটা বাতাসে ঘেরা। আর বাতাসের এই ঘেরা আবরণকে বলা হয় ‘বায়ুমণ্ডল’। এখান থাকে অনেক ধূলিকণা ও পানিকণা। এগুলো ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে আসে।

পৃথিবী ভর্তি যেসব ধূলিকণা, পানিকণা আছে তার ওপর আলো পড়লে আলো বিক্ষেপিত হয়। তারপর তা চারদিকে ছড়িয়ে পড়ে। তখনই তা আমাদের চোখে আলো রূপে ধরা পড়ে।

সূর্যের আলোয় বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল নামক যে সাতটি রং থাকে। এদের মধ্যে, লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। তাই এর বিক্ষেপন ক্ষমতা সবচেয়ে কম। অপরদিকে, বেগুনী, নীল, আসমানি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হয়। তাই এদের বিক্ষেপন হয় সবচেয়ে বেশি । ফলে এই তিন রঙের আলো সবচেয়ে বেশি ছড়ায়। আর বেশি ছড়ানো এই তিন রঙ মিলে যে রং হয় সেটাও দেখতে প্রায় নীল। আর একারণেই তো আমাদের কাছে আকাশের রংটা দেখতে মনে হয় নীল।

প্রতিক্ষণ/এডি/কেএইচ

===

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G