আকাশ থেকে মাটিতে পড়েও অক্ষত ম্যাকবুক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১০:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৯ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

images (1)দক্ষিণ আফ্রিকায় প্রায় ১০০০ ফুট উঁচুতে উড়তে থাকা একটি বিমান থেকে মাটিতে পড়েও সচল রয়েছে একটি ম্যাকবুক ল্যাপটপ। মাটিতে পড়ার পর একজন কৃষক সেটি খুঁজে পান।

পরবর্তীতে কৃষক ল্যাপটপের মালিক সেই বিমানের পাইলটের সাথে যোগাযোগ করে ল্যাপটপটি ফেরত দেন। ল্যাপটপের মালিক রেডিটে তার ল্যাপটপের কিছু ছবি প্রকাশ করেন। সেখানে দেখা গেছে, ল্যাপটপের কেসিং বেঁকে যাওয়া এবং টাচপ্যাড ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর তেমন কোন ক্ষতি হয়নি ম্যাকবুকটির।

কৃষক মালোপো জানান, তিনি মাঠে কাজ করছিলেন। হঠাৎ একটি শব্দ শুনে তিনি দাঁড়িয়ে পড়েন এবং দেখেন উপর থেকে কিছু একটা পড়ছে ঠিক তার মাথা বরাবর। আর এটা দেখে সরে যান তিনি। মুহূর্তের মধ্যেই এটি মাটিতে পড়ে এবং ঠিক যেখানে তিনি দাঁড়িয়ে ছিলেন, সেখানেই। পরে তিনি ল্যাপটপ থেকে এর মালিকের তথ্য সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করেন এবং ল্যাপটপটি ফেরত দেন।

প্রতিক্ষণ/এডি/জয়

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G