আকু’র নতুন চেয়ারম্যান ড. আতিউর
নিজস্ব প্রতিবেদক:
এশিয়ার নয়টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে লেনদেন নিষ্পন্ন সংস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত আকুর ৪৪তম বোর্ড অব ডিরেক্টরস সভায় সর্বসম্মত সিদ্ধান্তে এক বছরের জন্য এ পদে মনোনীত হন তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ও নবনির্বাচিত চেয়ারম্যান আতিউর রহমানকে স্বাগত জানান সদ্য বিদায়ী চেয়ারম্যান ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভালিউল্লাহ সাইফ।
আকু’র সদস্যদেশের ব্যাংকগুলো হচ্ছে : বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (ভারত), সেন্ট্রাল ব্যাংক অব দ্য ইসলামিক রিপাবলিক অব ইরান, নেপাল রাষ্ট্র ব্যাংক, স্টেট ব্যাংক অব পাকিস্তান, সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা, সেন্ট্রাল ব্যাংক অব মিয়ানমার, রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটান ও মালদ্বীপ রয়্যাল মনিটারি অথরিটি।
প্রতিক্ষণ/এডি/নূর