আখাউড়ায় বন্দুকযুদ্ধে ১ আসামী নিহত
প্রকাশঃ আগস্ট ৫, ২০১৭ সময়ঃ ১২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পাঁচ মামলার এক আসামি নিহত হয়েছেন। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, উপজেলার নূরপুর এলাকায় শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন বদু (৩২) আখাউড়ার সীমান্তবর্তী বাউতলা গ্রামের দারু মিয়ার ছেলে।বদুর বিরুদ্ধে আখাউড়া থানায় চারটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে বলে ওসি জানান।
সাংবাদিকদের তিনি বলেন, শুক্রবার সকালে স্থানীয়রা বদুকে আটক করে পুলিশে হস্তান্তর করে। পরে জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র রয়েছে বলে পুলিশকে তথ্য দেন বদু।
“ঐ অস্ত্র উদ্ধার করতে রাতে বদুকে নিয়ে নূরপুর এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় বদুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।”
এরপর গুলিবিদ্ধ বদুকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুটি দা উদ্ধার করা হয়েছে। বন্ধুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্যও আহত হন; তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রন