আগামীকাল খুলছে পুঁজিবাজার

প্রকাশঃ জুলাই ২০, ২০১৫ সময়ঃ ৪:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ppppppppppppppppppppআগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর থেকে শুরু হবে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের পুঁজিবাজার ঈদ উপলক্ষে ১৫ থেকে ২০ জুলাই মোট ছয় দিন বন্ধ ছিল ।

সূত্র থেকে জানা যায়, ঈদের ছুটির পর ২১ জুলাই থেকে পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। একই সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জের অফিস রমজানের আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস উপলক্ষে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন ও অফিস সময় এক ঘণ্টা কমানো হয়। রমজান মাসে লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হয়। এছাড়া ডিএসই ও সিএসই দুই স্টক এক্সচেঞ্জে অফিস চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G