আসছে আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে আশিকুর রহমান পরিচালিত চলচ্চিত্র ‘মুসাফির’। ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ছুঁয়ে দিলে মন খ্যাত চিত্রনায়ক আরেফিন শুভ ও তার বিপরীতে রয়েছেন নবাগত নায়িকা মারজান জেনিফা। মুসাফির সিনেমাটিতে আরেফিন শুভ একজন খুনীর চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি আগামী ২২ এপ্রিল ঢাকার বেশ কিছু সিনেমা হলঃ বলাকা, শ্যামলী, মধুমিতা, অভিসার, ব্লকব্লাস্টার, সনি, কাকলীসহ সারাদেশে আশির অধিক হলে মুক্তি পাবে।
‘মুসাফির’ ছবি নিয়ে নায়ক আরিফিন শুভ বলেন, ‘এই ছবিতে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ফাইট এবং ছবির মেকিং। আমি এর আগে এ ধরনের ফাইট বাংলাদেশের কোনো চলচ্চিত্রে দেখিনি। আমার মনে হয়, দর্শকের কাছেও নতুন মনে হবে। ছবিতে কাজ করে আমি তৃপ্ত। এ ছাড়া মেকিংয়ের বেলায় বলব, অসাধারণ একটি মেকিং পাবে দর্শক। গত কয়েক বছর ধরেই আমরা ডিজিটাল চলচ্চিত্র দেখছি, এটাও ডিজিটাল চলচ্চিত্র। এই টেকনোলজি ব্যবহার করে ছবি মেকিংকে কীভাবে অর্থবহ করা যায়, এ ছবি দেখলে দর্শক তা বুঝতে পারবে।’
এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত ‘মুসাফির’ এর ফাস্ট লুক ট্রেইলারসহ ‘আলতো ছোঁয়াতে’, ‘ফিরে আয়’, ‘পথ জানা নাই’ গানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে নির্মিত ‘মুসাফির’ সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এই ছবিতে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে জেনিফারের। সহশিল্পী হিসেবে নায়িকার মূল্যায়ন করতে গিয়ে শুভ বলেন, ‘আসলে কাজের প্রতি আগ্রহ থাকা অনেক জরুরি। আমি কাজ করতে গিয়ে জেনিফারের মধ্যে যে চেষ্টা দেখেছি, সেটাই তাকে জায়গা করে দেবে। অনেক ভালো অভিনয় করেছে। আমার মনে হয়, সেটি দর্শক হলে গিয়ে দেখতে পাবে।’
ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, টাইগার রবি, শিমুল খান। এ ছাড়াও একটি বিশেষ চরিত্রে ‘অচেনা হৃদয়’ খ্যাত অভিনেত্রী প্রসূন আজাদের দেখা মিলবে এই ছবিতে।
প্রতিক্ষণ/এডি/রাসিব