আগামী ২০ নভেম্বর মা হচ্ছেন আলিয়া ভাট। তাঁর সন্তান জন্মের সম্ভাব্য এই তারিখ জানানো হয়েছে হাসপাতাল থেকে। সম্প্রতি আলিয়া-রণবীরের ঘনিষ্ঠ একজন এই তথ্য জানিয়েছেন মুম্বাই সংবাদমাধ্যমকে।
সূত্রটি জানিয়েছে, ‘মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হবে আলিয়া ভাটকে। আশা করা হচ্ছে, আাগামী ২০ নভেম্বর সেখানে সন্তানের জন্ম দেবেন আলিয়া।’
গত ২৭ জুন অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন আলিয়া ভাট। আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।
সম্প্রতি তাঁর সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এসময় কাপুর ও ভাট পরিবারের সদস্য ছাড়াও দম্পতির বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।
সূত্র : ভারতীয় সংবাদ মাধ্যম