আগুনের ফুটবল খেলা (ভিডিও সহ)

প্রকাশঃ জুন ৫, ২০১৫ সময়ঃ ৩:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

আগুনের ফুটবল খেলা (ভিডিও সহ)আগুনের বল দিয়ে ফুটবল খেলা, শুনতে অবাক লাগলেও ইন্দোনেশিয়ায় এটি একটি জনপ্রিয় খেলা। ইন্দোনেশিয়ার আবাসিক মাদ্রাসার ছাত্রদের মধ্যে এই আগুনের ফুটবল খেলার প্রচলন রয়েছে।

আগুনের ফুটবল খেলা এতটাই জনপ্রিয় যে, সেখানে আগুনের ফুটবল দিয়ে টুর্ণামেন্টও খেলা হয়। ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী মার্শাল আর্ট পেনকাক সিলাট (Pencak Silat) থেকেই এই অভিনব ফুটবল খেলার প্রচলন হয়েছে।

সাধারণ ৬টি আগুনের বল দিয়ে ৬০ মিনিটের এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সেই ৬টি বল বানানো হয় নারকেল দিয়ে। খেলা শুরুর দুই দিন আগে থেকেই  নারকেলগুলো কেরোসিনের মধ্যে চুবিয়ে রাখা হয়।এরপর নারকেলগুলোতে অগ্নি সংযোগ করে শুরু হয় সেই খেলা।আগুন নিভে গেলে নতুন নারকেলে আগুন লাগিয়ে খেলা চলতে থাকে পাক্কা ৬০ মিনিট। মাদ্রাসার ছাত্রদের মানসিক বলিষ্ঠতা এবং কষ্ট সহিষ্ণুতা বৃদ্ধির লক্ষ্যে ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলের মাদ্রাসাগুলোতে এই আগুনের ফুটবল খেলার প্রচলন বিশেষভাবে লক্ষনীয়।

প্রতিক্ষণ/এডি/জহির

 

https://youtu.be/sLEaJVNxsbo

https://youtu.be/-K4e9d9n1Cc

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G