আগুনে ২ জাপানির মৃত্যু

প্রকাশঃ জুন ৩০, ২০১৫ সময়ঃ ৪:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

news_imgজাপানে যাত্রীবাহী ট্রেনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের বরাত দিয়ে  বিবিসি জানিয়েছে,  মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিবিসিকে জাপান রেলের এক মুখপাত্র বলেন,ট্রেনটির প্রথম ক্যারিজে ওই লোক নিজের গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

দমকল বিভাগের কর্মকর্তারা বলেন,ধোঁয়ায় অন্তত একটি কামরা পুরো আচ্ছন্ন হয়ে যাওয়ার আগেই জরুরী বোতাম চেপে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

টোকিও থেকে ওসাকাগামী ওই ট্রেনে তখন প্রায় এক হাজার যাত্রী ছিল। উদাওয়ারা শহরের কাছে ট্রেনটি যখন থামে, তখন ভেতরে সাদা ধোঁয়া উড়ার ছবি স্থানীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,এ ঘটনা দেখে  হৃদরোগে আক্রান্ত হয়ে ক্যারিজের অপর প্রান্তের আরেক নারী যাত্রীর মৃত্যু হয়।

বিবিসি জানিয়েছে, এ ঘটনায় দুজন নিহত হওয়ার পাশাপাশি আরো অন্তত ছয় জন আহত হয়েছে।

ফলে টোকিও-ওসাকা দ্রুতগামী এই লাইনের সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G