আগুন আতঙ্কে এলাকার মানুষ
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় নবনির্মিত ফায়ার সার্ভিস ষ্টেশন ভবন নির্মান কাজ শেষ হওয়ার পর ৪ বছরেও চালু হয়নি। শুষ্ক মৌসুম আসন্ন। ফায়ার সার্ভিস ষ্টেশনটি চালু না হওয়ায় এলাকবাসীর মধ্যে বিরাজ করছে আগুন আতঙ্ক। ফায়ার ষ্টেশনটি দ্রুত চালুর দাবী।
জানা গেছে, ৪ বছর আগে সোয়া কোটি টাকা ব্যয়ে দামুড়হুদা-দর্শনা সড়কের ধারে লোকনাথপুর তালতলা নামক স্থানে দামুড়হুদাসহ পার্শ্ববর্তী এলাকার মানুষের বহু আকাঙ্খিত ফায়ার সার্ভিস ষ্টেশনটির ভৌত অবকাঠামোর নির্মাণকাজ শেষ হয়। সেইসাথে বিদ্যুৎ সংযোগ, নলকূপ স্থাপনসহ আনুষাঙ্গিক কাজ সম্পন্ন হলেও এখন পর্যন্ত এটি চালু হয়নি।
প্রতিবছর শুস্ক মৌসুমে এলাকায় ঘরবাড়ি, দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠান ও পান বরজসহ বিভিন্ন স্থানে অগ্নিকান্ডের ফলে কয়েক কোটি টাকার ক্ষতিসাধন হয়। সঠিক সময়ে খবর পেলেও দুরত্ব ও যানজটের কারনে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি ও অগ্নি নির্বাপনের সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন না। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনের লেলিহান শিখায় সব পুড়ে ছাই হয়ে যায়।
আবার অনেক সময় দেরিতে পৌঁছানোর করনে স্থানীয় উত্তেজিত জনতার রোষানলে পড়তে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। দামুড়হুদা উপজেলার দর্শনায় দেশের সর্ববৃহৎ কেরু চিনিকিল ও ডিস্টিলারির অবস্থান হলেও তাদের নিজস্ব কোন অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই। উপজেলার বিভিন্ন স্থানে হাট-বাজারসহ ছোট বড় বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেখানে শত শত শ্রমিক কাজ করে। ফলে নবনির্মিত ফায়ার সার্ভিস ষ্টেশনটি চালু না হওয়ায় দামুড়হুদা উপজেলাসহ এলাকার মানুষের মধ্যে আগুন আতঙ্ক বিরাজ করছে।
দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান জানান, লোকবল ও অগ্নিনির্বাপক গাড়ীর অভাবে ফায়ার সার্ভিস ষ্টেশনটি চালু করা যাচ্ছে না। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যায় শীঘ্রই সমস্যার সমাধান হবে।
প্রতিক্ষণ/এডি/এআরকে