আঙুলের ছাপেই খুলবে দরজা
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
এবার বুড়ো আঙুলের ছাপ দিয়েই খোলা যাবে দরজা। চাবি দিয়ে দরজার লক খোলার দিন শেষ হয়ে আসছে। ‘ওলা লক’ নামের বিশেষ প্রযুক্তির এ লক আঙুলের ছাপ শনাক্ত করে ঘরে ঢোকার সুযোগ দেবে।
ডেইলি মেইল সোমবার জানিয়েছে, চীনের একদল ডিজাইনার এর নকশা করেছেন। ওলা অ্যাপ ব্যবহার করে আঙুলের ছাপ সংরক্ষণের মাধ্যমে এ লক ব্যবহার করা যাবে।
এটি এক সেকেন্ডরও কম সময়ের মধ্যে আঙুলের ছাপ শনাক্ত করতে পারে। গৃহকর্তা নিজের পাশাপাশি বন্ধু ও নিকটাত্মীয়দের আঙুলের ছাপও এর মাধ্যমে সংরক্ষণ ও গৃহে প্রবেশের ব্যবস্থা করতে পারবেন।
এতে একবার ব্যাটারি লাগালে তা দিয়ে ৩০ হাজারেরও বেশিবার খোলা যাবে। আগামী বছরের মে মাসে বাজারে আসতে পারে এ বিশেষ লকটি। এটি কিনতে গুনতে হবে ১৭৯ ডলার।