আজব খাবার!

প্রকাশঃ মে ২১, ২০১৫ সময়ঃ ৮:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Roastedratsবেঁচে থাকার তাগিদেই মানুষকে খেতে হয়। বাঙালি হিসেবে আমাদের খাবারের তালিকাও বেশ লোভনীয়। কিন্তু আজ আপনাদের এমন আজব এবং অদ্ভুত খাবারের সাথে পরিচয় করিয়ে দেবো, যা শুধু আপনাদের হতবাকই করবে না বরং চিন্তায় ফেলে দেবে, সত্যি মানুষ এগুলো খায়? তবে চলুন আর দেরি না করে পরিচয় করিয়ে দেয়া যাক অদ্ভুত সেসব খাবারের সাথে।

ইঁদুরের রোস্ট:

ভিয়েতনামের রাস্তাঘাটে এরকমভাবে ফ্রাই করে রাখা  ইঁদুরের রোষ্ট পাবেন। যা তাদের কাছে বেশ Frogjuiceপ্রিয় খাবার।

ব্যাঙের জুস:

অনেক ফলের জুসতো খেয়েছেন, এবার রয়েছে আপনাদের জন্য ব্যাঙের জুস। পেরুতে আপনি অতি সহজেই এই জুস পাবেন।  বলা হয় ব্যাঙের জুস কাম উদ্দীপনাতে সহায়ক।

Babysnakes eatunfertilizedসাপের অনিষিক্ত বাচ্চা:

তাইওয়ানে আপনি পাবেন সাপের অনিষিক্ত বাচ্চা, মানে যে বাচ্চা এখনও ডিম ফুটে বের হয়নি কিন্তু ডিমের মধ্যে সাপের বাচ্চা আছে। বলা হয় এগুলো স্বাস্থ্যের জন্য বেশ উপকারি!

Dogeat thetesticlesগরু এবং কুকুরের অণ্ডকোষ:

উপরের এই ছবিতে একজন চাইনিজ মহিলা গরু এবং কুকুরের অণ্ডকোষগুলো বেশ আয়েশ করেই খাচ্ছেন। চায়নার এরকম অনেক রোস্তারা আছে যেখানে আপনারা ৩০টি ভিন্ন প্রজাতির প্রাণির অণ্ডকোষ খেতে পারবেন। বলা হয় মদের সাথে এই অণ্ডকোষ খাবার স্বাদ অতুলণীয়।

ঝলসানো বানর:

Broilmonkeyলেমুর একধরণের বানর প্রজাতির প্রাণি। এরা বিলুপ্ত প্রায় প্রাণির তালিকায় নাম উঠিয়েছে বেশ কয়েক বছর আগেই। কিন্তু তারপরেও মাডাগাস্কায় আপনি পাবেন এই লেমুরের ঝলসানো মাংস।

প্রতিক্ষণ/এডি/পাভেল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G