এবার টাচস্কীন পোষাক !
নিজস্ব প্রতিবেদক :
প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে গুগল এবার স্মার্ট ক্লথ তৈরির ঘোষণা দিয়েছে। এজন্য গুগল যুক্তরাষ্ট্রের পোশাক তৈরিকারক প্রতিষ্ঠান লেভি স্টাউসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। লেভি স্টাউসের কাছ থেকে গুগল উভেন ফ্রেবিকের টাচ স্ক্রিন সম্বলিত পোশাক তৈরি করিয়ে নেবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিসকোতে অনুষ্ঠিত বাৎসরিক ডেভেলপার কনফারেন্সে লেভি স্টাউসের সঙ্গে গুগল চুক্তি করে। গুগল এই প্রকল্পের নাম দিয়েছে ‘প্রজেক্ট জ্যাকুয়ার্ড’। প্রজেক্ট জ্যাকুয়ার্ড হলো গুগলের একটি ছোট্ট দল। যারা অ্যাডভান্স টেকনোলজি এবং প্রজেক্ট নিয়ে কাজ করে। এই প্রকল্প গুগল এক্স ল্যাব এবং সেলফ ড্রাইভিং কার প্রকল্প থেকে আলাদা।
প্রকল্পের অন্যতম সদস্য ইমারি ক্যারাগোজলার বলেন, ‘আমরা ইন্টারঅ্যাকটিভ পোশাক তৈরির কাজে হাত দিয়েছি। কাপড়ের সুতোর সঙ্গে প্রযু্র ছোঁয়া থাকবে। এই পোশাক সেলাই করা এবং ধোয়া যাবে।
এই পোশাক পরিহিতরা স্মার্টফোনের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি এটি নিজে নিজেই পোশাকের মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
প্রতিক্ষণ/এডি/নুর