আজ কামারুজ্জামানের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ

প্রকাশঃ এপ্রিল ৪, ২০১৫ সময়ঃ ৯:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৫ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kamarujjamanএকাত্তরে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে আজ তার আইনজীবীরা দেখা করবেন।

শনিবার সকাল সাড়ে দশটায় কামারুজ্জামের পাঁচজন আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন।

রিভিউ আবেদনের শুনানিসহ প্রয়োজনীয় আইনি পরামর্শের জন্য সাক্ষাতের অনুমতি চেয়ে আইনজীবীরা আবেদন করলে শুক্রবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ মৌখিকভাবে অনুমতি দেয়।

আগামীকাল রোববার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এ রায়ের বিরুদ্ধে আপিল করলে গত বছরের ৩ নভম্বের কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে রায় ঘোষণা করে আপিল বিভাগ।

১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

এরপর গত ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষের কাছে পাঠান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলীসহ চারজন কামারুজ্জামানের কনডেম সেলে গিয়ে পরোয়ানা পড়ে শোনান। পরে নিয়ম অনুসারে ১৫ দিন পর রায় পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান।

প্রতিক্ষণ/এডি/মিলন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G