আজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ সকাল ৯টায়

প্রথম প্রকাশঃ অক্টোবর ৩০, ২০২২ সময়ঃ ১২:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১১ পূর্বাহ্ণ

টি২০ বিশ্বকাপে আজ সকাল সকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে। এটা সাকিবদের নিজস্ব তৃতীয় ম্যাচ। ২ ম্যাচ খেলে ১ জয় আর ১ হারে ২ পয়েন্ট পেয়েছে।

অন্যদিকে জিম্বাবুয়ে ২ ম্যাচে ১ জয় আর ১ ড্র দিয়ে ৩ পয়েন্ট পেয়েছে। এছাড়া জিম্বাবুয়ে মানসিক ভাবে আকাশে উড়ছে। কারণ জিম্বাবুয়ে পাকিস্তানকে অপ্রত্যাশিত ভাবে ১ রানে হারিয়ে দিয়েছে। অপর দিকে বাংলাদেশ ১০৪ রানের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে মানসিক ভাবে তলানিতে চলে গেছে।

তাছাড়া কয়েক মাস আগেই জিম্বাবুয়ের মাটিতে টি২০ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরে এসেছে। সব কিছুর বিচার বিশ্লেষণে বাংলাদেশ ব্যাকফুটে, তাই কাল জয় পেতে হলে সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে।

অবশ্য পরিসংখ্যান বলছে জিম্বাবুয়ের চেয়ে বাংলাদেশ এগিয়ে, কারণ ২০০৬ থেকে ২০২২ সাল অবদি বাংলাদেশ ১৯ টি২০ খেলে ১২টিতে জিম্বাবুয়েকে হারিয়েছে, আর হেরেছে মাত্র ৭ ম্যাচে। তারপরও টি২০ ম্যাচে ২০২২ সালে সাকিব বাহিনীর যে অবস্থা তাতে পরিসংখ্যানের উপর ভর দিয়ে জয়ের প্রত্যাশা করা কঠিন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G