আজ টি২০ ফাইনাল, বৃষ্টির ভয়ে রিজার্ভ ডে ছাড়াও অতিরিক্ত সময় যোগ করেছে আইসিসি

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৩, ২০২২ সময়ঃ ৪:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৭ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপ-২০২২ এর ফাইনাল আজ রবিবার। মেলবোর্নে আজ বাংলাদেশ সময়ে দুপুর ২টায় পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে ২২ গজি উইকেটে শিরোপা যুদ্ধ হতে চলেছে। মেলবোর্নে আজ ফাইনাল ম্যাচে বৃষ্টি আকাশ দখলে রাখবে বলে আগাম জানিয়ে রেখেছে আবহাওয়াবিদরা। এতে দুই দলে ফ্যানেদেরই হার্টবিট প্রায় বন্ধ হওয়ার যোগাড় এই খবর শুনে। তবে আইসিসি বৃস্টির হানার কথা মাথায় রেখে ফাইনাল ম্যাচে নিয়ে নিয়মের কিছু বদল করেছে আগে থেকেই।

ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত ম্যাচ ডে নির্ধারিত করেছে আইসিসি, সঙ্গে অতিরিক্তি সময়ও। কারণ আজ রবিবার মেলবোর্নে তুমুল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে যদি ম্যাচ পুরো করা সম্ভব না হয়, আর যদি বেশি সময় নেওয়ার প্রয়োজন হয়, তাহলে অতিরিক্ত সময় দেয়া হবে।

আজ ১৩ নভেম্বর হওয়া ফাইনালের ম্যাচে মেলবোর্নের জমিয়ে বৃষ্টি হলে ফাইনাল ভেসে গেলেও অতিরিক্ত দিনে আবারো সুযোগ থাকছে। শুধু তাই নয়, ১৪ নভেম্বর যে ফাইনাল রিজার্ভ ডে আছে, সেই দিনও বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দুদিনের মধ্যেও আরো কিছু অতিরিক্ত সময়ে জুড়ে দেওয়া হয়েছে।

আইসিসি এখন ফাইনাল ম্যাচের জন্য দু’ঘণ্টা বেশি সংযোজন করেছে। যাতে প্রয়োজন পড়লে তা ব্যবহার করা যেতে পারে। জানিয়ে দেওয়া যায় যে, ফাইনাল ম্যাচে কোনও ফল পাওয়ার জন্য দুই টিমকেই ১০-১০ ওভার খেলতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে পাকিস্তান-ইংল্যান্ডকে যুগ্ম বিজেতা বলে ঘোষণা করা হবে। এমনিতে টি-টোয়েন্টি খেলার নিয়মে মিনিমাম ৫ ওভার দুই পক্ষের ব্যাট করা অত্যাবশ্যক। কিন্তু এই ওয়ার্ল্ড কাপের শিরোপা জয়ী চায় বলেই অতিরিক্ত সময়ে যোগ করেছে।

আইসিসির বক্তব্য সমস্ত ধরনের চেষ্টা করা হচ্ছে, যেন দুদিনের মধ্যে ম্যাচ শেষ হতে পারে। সেই কারণে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বৃষ্টিতে খেলা আগের দিন বন্ধ হয়ে গেলে পরের দিন যদি খেলতে হয়, তাহলে আগের দিন যেখানে খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই নতুন করে ম্যাচ শুরু হবে বলে জানিয়েছে আইসিসি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G