আজ ঢাকায় আসছেন মক্কা-মদিনার ইমাম
আজ ঢাকায় আসছেন মসজিদে হারাম ও মসজিদে নববীর সিনিয়র দুই ইমামসহ সৌদির ছয় ইমাম।
ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উলামা সম্মেলনে যোগ দিতে দুই সৌদি ইমামের আগমন। তাঁদের অভ্যর্থনা জানাবেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা।
এদিকে সৌদি প্রতিনিধি দলে রয়েছেন- পবিত্র মক্কার সিনিয়র ইমাম শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুজাইম ও মদিনার মসজিদে নববির ইমাম ড. আবদুল মহসিন বিন কাসেম এবং অন্য চার ইমাম- শায়খ আবদুল্লাহ হাসান আশ শাহিরী, শায়খ আবদুল্লাহ মাজরু, শায়খ আবদুল্লাগ সোলাইমান তুর্কি ও শায়খ উমর মুহাম্মদ।
আগামী ৬ এপ্রিল বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আলেম-ওলামা মহাসম্মেলনে তাঁরা যোগ দেবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের (ইফাবা) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এই মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশের পক্ষ থেকে মসজিদুল হারামের প্রধান ইমাম ড. শায়খ আবদুর রহমান আস সুদাইসি ও মসজিদে নববীর সিনিয়র ইমাম ড. শায়খ আলি বিন আবদুর রহমান আল হুযাইফিকে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণে তাঁরা বাংলাদেশ সফরে যাবার ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। পরে সৌদি সরকার মসজিদে হারামের সিনিয়র ইমাম শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুজাইম ও মদিনার মসজিদে নববীর ইমাম ড. আবদুল মহসিন বিন কাসেমসহ অন্য চার ইমামকে ঢাকা সফরের অনুমোদন দেয়।
প্রতিক্ষণ/এডি/তাআ