আজ নতুন প্রধান বিচারপতির সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ঢাকা: নবনিযুক্ত প্রধান বিচারপতি এস কে সিনহার প্রথম কর্মদিবসে সংবর্ধনা দেবেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
আজ সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর আদালত কক্ষে এ সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা সভায় প্রধান বিচারপতিসহ উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত থাকবেন।
এদিকে, সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সিনিয়র আইনজীবীসহ সুপ্রিমকোর্টের আইনজীবীরা।
ইতোমধ্যে, আদালতের এক নম্বর কক্ষ সাজানো হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। শনিবার সকাল ১১টায় বঙ্গভবনে এস কে সিনহাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সদস্যগণ, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ, তিন বাহিনীর প্রধানগণ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
গত সোমবার (১২ জানুয়ারি) প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা।
প্রতিক্ষণ/এডি/মিম