আজ প্রধানমন্ত্রীর ‘নাগরিক সংবর্ধনা’

প্রকাশঃ মে ২৯, ২০১৫ সময়ঃ ৯:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

prime ministerআজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা।

বিকেল সাড়ে ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে যোগ্য নেতৃত্ব দেয়ায় জাতীয় নাগরিক কমিটি তাকে এই নাগরিক সংবর্ধনা দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক লেখক সৈয়দ শামসুল হক।

অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকরা শেখ হাসিনা ও তার সরকারের বিভিন্ন অর্জন সম্পর্কে বক্তব্য রাখবেন। সবশেষে অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দিতে দেশবরেণ্য বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিক্ষক, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট নাগরিকদের নিয়ে ২০২ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়।

রাজধানীজুড়ে অনুষ্ঠানের প্রচারপত্র বিলিসহ মনোরম ব্যানার-ফেস্টুন ও পোস্টারও লাগানো হয়েছে। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল সংবর্ধনা মঞ্চ তৈরিসহ বর্ণাঢ্য সাজসজ্জার কাজও ইতোমধ্যে শেষ হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G