বিনোদন ডেস্ক
সপ্তাহের ছুটির দিনকে আরো বেশি রঙ্গিন করে তুলতে আজ শুক্রবার (১৩ মে) সারাদেশে একসাথে মুক্তি পাচ্ছে এ জে রানা পরিচালিত ‘অজান্তে ভালোবাসা’ এবং অন্যটি সায়েম জাফর ইমামির ‘রুদ্র : দ্য গ্যাংস্টার’।
‘অজান্তে ভালোবাসা’ ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক এবং আলিশা। এই ছবিটি দিয়েই ঢাকার ফ্লিম ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে সাইমন-আলিশা জুটির। অপর দিকে, ‘রুদ্র : দ্য গ্যাংস্টার’ ছবিতে জুটি বেঁধে আসছেন এবিএম সুমন এবং পিয়া বিপাশা। ‘রুদ্র : দ্য গ্যাংস্টার’ ছবিটি নিয়ে সুমন জানালেন, ‘ছবিতে ভালো একটা গল্প আছে। সেই সাথে ছবিতে আমার উপস্থিতিতে চমক থাকছে। আশা করছি সকল দর্শকদের ভালো লাগবে ছবিটি।’
মৌলিক গল্পে নির্মিত ছবি দু’টি নিয়ে আশাবাদী দুই চিত্রনায়ক সাইমন এবং সুমন। অজান্তে ভালোবাসা ছবিটি প্রসঙ্গে সাইমন বলেন, ‘অজান্তে ভালোবাসা কম বাজেটে নির্মিত হলেও এটি ফুললি বিনোদনমূলক ছবি। তাছাড়া এ ছবির মাধ্যমে আলিশার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করেছি। একইসঙ্গে ছবিতে আমাদের সকলের শ্রদ্ধাভাজন আনোয়ারা আন্টির সঙ্গে প্রথমবার কাজ করেছি। তার সঙ্গে অভিনয় করে মনেই হয়নি প্রথমবার কাজ করেছি। আশা করি মন্দার বাজারে ‘অজান্তে ভালোবাসা’ থেকে দর্শক ভালো কিছু পাবেন।’
এবিএম সুমন নিজের পরিচালক সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘নতুন পরিচালক হিসেবে সায়েম জাফর ইমামী সর্বোচ্চ চেষ্টা করেছেন ভালো করার। তবুও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সেক্ষেত্রে গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভুল ধরিয়ে দেয়া যেতে পারে। কিন্তু এমন সমালোচানা কেউ প্রত্যাশা করে না যে সমালোচনা একজন পরিচালককে মানসিকভাবে দুর্বল করে দেয়।’
জানা গেছে, অজান্তে ভালোবাসা ছবিটি মুক্তি পাচ্ছে ৪৪টি প্রেক্ষাগৃহে এবং ‘রুদ্র : দ্য গ্যাংস্টার’ ছবিটি মুক্তি পাচ্ছে ৪৫টি প্রক্ষাগৃহে। ‘অজান্তে ভালোবাসা’ ছবিটি মুক্তির মাধ্যমে সাইমনের ১৩তম ছবি মুক্তি পাচ্ছে আর এবিএম সুমনের এটি দ্বিতীয় চলচ্চিত্র।
প্রতিক্ষণ/এডি/আরএম