ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সিমেনা জগতে যার ব্যাপক নামডাক। কেমামত থেকে কেয়ামত ছবির কথা এখনও অনেকে স্মরণ করে থাকে। এরপর কতশত সিনেমার নায়িকা তিনি হয়েছেন; এখনও চালিয়ে যাচ্ছেন অভিনয়। ভক্তদের কাছে তিনি মহা আরাধ্য। এক পলক দেখতে পেলেই যেন অনেককিছু। সেই প্রিয় নায়িকা যখন ভক্তদের সাথে সরাসরি কথা বলতে চান, তুমুল আড্ডায় মেতে উঠতে চান; তখন তারাতো আনন্দে দিশেহারা হওয়ার কথা। সেরকম একটা সুযোগ মিলছে চিত্র নায়িকা মৌসুমী ভক্তদের।
জনপ্রিয় এ চিত্রনায়িকার সঙ্গে মুঠোফোনে কথা বলতে, আড্ডা দিতে ও তাকে কোনও প্রশ্ন করার থাকলে সেটিও জানা যাবে প্রিয় নায়িকার কাছ থেকেই।
আগামী ৩ ফেব্রুয়ারি রাত ৮টায় যেকোনো বাংলালিংক নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এ অভিনেত্রীর সঙ্গে যে কেউই কথা বলতে পারবেন।
মৌসুমী বলেন, ‘দর্শকদের সঙ্গে গল্প করার জন্য বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট আমাকে দারুণ একটা সুযোগ করে দিয়েছে। আজ ৩ ফেব্রুয়ারি ঠিক রাত ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে, থাকবো শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনারা রেডি তো? আমি থাকবো আপনাদের অপেক্ষায়’।
জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দর্শকের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।
প্রতিক্ষণ/এডি/অনু