আটক দুই অভিযুক্ত ধর্ষক গোয়েন্দা কার্যালয়ে
রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনার মামলায় গ্রেফতার সাফাত আহমেদ ও সাদমানকে ঢাকায় আনা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) হেফাজতে তাদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাবাসাবাদ শেষেই তাদের আজই ঢাকা মহানগর হাকিমের আদালতে নেয়া হতে পারে।
ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) উপ-কমিশনার(ডিসি) ফরিদা ইয়াসমিন শুক্রবার সকালে বলেন, গ্রেফতার দুই অভিযুক্ত ধর্ষককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে রাতেই। বনানীতে দুই শিক্ষার্থীর ধর্ষণ মামলাটি মঙ্গলবার সকালেই আমাদের কাছে ন্যস্ত করা হয়েছে। তাই ভিকটিম সাপোর্ট সেন্টারের তত্ত্বাবধানে তাদের দুজনকেই গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে জিজ্ঞাবাসাদ করা হবে তাদের।
এদিকে বৃহস্পতিবার সিলেট থেকে সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গ্রেপ্তার করেছে পুলিশ; যারা রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলার মূল আসামি।
সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন, পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ টিম বৃহস্পতিবার সন্ধ্যার পর সিলেট মহানগর এলাকার একটি বাসা থেকে এ দুজন অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে।
এ মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।
প্রতিক্ষণ/এডি/শাআ