আততায়ীর হাতে খুন হবেন ট্রাম্প

প্রকাশঃ মার্চ ১, ২০১৭ সময়ঃ ৫:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৬ অপরাহ্ণ

trump-মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইলুমিনাতি’ নামক গুপ্ত সংগঠনের আততায়ীদের হাতে খুন হবেন। ২০ বছর আগে প্রকাশিত একটি কার্ড খেলায় অন্তর্ভুক্ত ‘ভবিষ্যৎবাণী’ বিশ্লেষণ করে এটা আশঙ্কা করা হচ্ছে।

‘ইলুমিনাতি: দ্য গেম অফ কন্সপাইরেসি’ নামক এই খেলাটি ১৯৯৫ সালে মুক্তি পায়। এটি প্রিন্সেস ডায়নার মৃত্যু এবং ৯/১১ সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করেছিল বলে ধারণা করা হয়।

ষড়যন্ত্র তাত্ত্বিকরা বিশ্বাস করেন এই খেলার নির্মাতা স্টিভ জ্যাকসন কার্ডের মাধ্যমে পৃথিবীতে ঘটতে যাওয়া সব বড় ঘটনা ব্যাখ্যা করেছেন। এবং এটি বিশ্লেষণ করে তারা দেখিয়েছেন, ইলুমিনাতির আততায়ীদের হাতে একদিন ট্রাম্প মারা পড়বেন, খেলাটিতে এমন ইঙ্গিত আছে।

ইলুমিনাতির ষড়যন্ত্র তত্ত্ব মতে, এই গুপ্ত সংস্থাটি পর্দার আড়ালে থেকে বিশ্বের সব সরকারকে চালায়। এবং ধীরে ধীরে তারা একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। যেখানে সব ক্ষমতা ওই সংগঠনের হাতে একীভূত হবে।

আবার উগ্রপন্থী তাত্ত্বিকরা বলেন, ইলুমিনাতি শতভাগ শয়তানের পূজারী গোষ্ঠী। একদিন তারা শয়তানের রাজত্ব কায়েম করতে চায়।

ইলুমিনাতির সাথে ট্রাম্পের সম্পর্ক রয়েছে বলে যে অভিযোগ আছে ষড়যন্ত্র তাত্ত্বিকরা তা পুরোপুরি প্রত্যাখ্যান করেন। তাদের মতে ট্রাম্প সম্পূর্ণরূপে ইলুমিনাতি বহির্ভূত একজন লোক। এবং প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি ইলুমিনাতির পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। এজন্যই কার্ডের নির্দেশনা অনুযায়ী তাঁকে সরিয়ে দেয়া হবে।

Trump-Card-এনাফ ইজ এনাফ’ শিরোনামের এই কার্ডটিতে আকা মুখচ্ছবির সাথে ২০১১ সালে তোলা ট্রাম্পের একটি ছবির হুবহু মিল রয়েছে বলে দাবী তাদের।

কার্ডটিতে আরো লেখা আছে, যে কোন সময়, যে কোন জায়গায়, আমাদের আততায়ী তোমাকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করবে… সে পর্যন্ত ভালো থেকো।

বেশিরভাগ ষড়যন্ত্র তাত্ত্বিক এই হুমকি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে দেয়া হয়েছে বলে মনে করছেন।

ধনকুবের ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, একাবার তাকে হত্যার চেষ্টা করলেও তা ব্যর্থ হয় বলে দাবী তাদের।

মাইকেল স্যান্ডফোর্ড নামক ২১ বছর বয়সী এক ব্রিটিশ যুবককে ওই ঘটনার জন্য এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

২০১৬ সালের ১৮ জুন স্যান্ডফোর্ড পুলিশের কাছ থেকে বন্দুক কেরে নিয়ে ট্রাম্পকে গুলি করতে চেয়েছিলেন বলে অভিযোগ উঠে। এর আগে স্যান্ডফোর্ডকে প্রতিবন্ধী বলেই সবাই জানতো।

এই বিতর্কিত খেলাটি ১২ বছর বয়সের উপরের যে কেউ খেলতে পারে, যেখানে একটি গুপ্ত সংগঠনের সদস্য হয়ে পৃথিবী শাসন করতে হয়। সাদা চোখে দেখলে, এটিকে নিছক খেলা মনে হতে পারে। কিন্তু খেলায় যেসব ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা অনেকক্ষেত্রে হুবহু মিলে গেছে।

টেররিস্ট নুক’ নামক কার্ডের সাথে ৯/১১ হামলার সাদৃশ্য রয়েছে। ‘প্রিন্সেস ডি’ নামক কার্ডে প্রিন্সেস ডায়নার মৃত্যু সম্পর্কে লেখা আছে বলে ধারণা করা হয়।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G