আত্মগোপনে নিলয় হত্যার বাদী আশামনি!

প্রকাশঃ আগস্ট ১৩, ২০১৫ সময়ঃ ৯:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

niloyব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যা মামলার বাদী নীলাদ্রির স্ত্রী দাবি করা আশামনিকে খুঁজে পাচ্ছে না পুলিশ। অনেকটা যেন আত্মগোপনেই আছেন আশামনি।

এদিকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে। মামলার তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ বেশ কয়েক জায়গায় যোগাযোগ করেও তার হদিস পায়নি।

গত শুক্রবার দুপুরে হত্যাকাণ্ডের পর রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও থানায় মামলা করেন নীলান্দ্রির স্ত্রী আশামনি। শনিবার দুপুরে এক আত্মীয়র বাসায় তাকে পৌঁছে দিয়েছিল পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুব আলম মামলার বাদীকে না পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্তের স্বার্থে আশামনিকে জিজ্ঞাসাবাদ খুবই প্রয়োজন। গত কয়েকদিন ধরে তার মোবাইল ফোন বন্ধ। পুলিশ যে বাসায় তাকে পৌঁছে দিয়েছিল সেখানেও তাকে পাওয়া যায়নি। ওই বাসার লোকজন তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।

এদিকে আশামনির মোবাইল ফোনটি অন্য একটি মেয়ে রিসিভ করে বলেন, তিনি (আশামনি) অসুস্থ যা বলার আমাকেই বলেন। তাদের বিয়ের ব্যাপারে জানতে চাইলে আইনজীবী সাখাওয়াত হোসেন তসলিমের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

আইনজীবী সাখাওয়াত হোসেন তসলিম বলেন, আশামনি বিয়ে করেছে কি-না তা বলা যাবে না। এটি ব্যক্তিগত। মামলার তদন্তের জন্য এটির কোনো প্রয়োজন নেই।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G